জায়ানের মৃত্যুতে বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১৫:০৬

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। ছোট্ট শিশু জায়ানের মৃত্যুকে মর্মান্তিক আখ্যা দিয়ে দলের পক্ষ থেকে শোক জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এছাড়া বর্বরোচিত ওই হামলায় জায়ানসহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে রিজভী বলেন, ‘শ্রীলঙ্কার বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। বিশেষ করে শিশু জায়ান চৌধুরী। এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

জায়ানসহ অন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিজভী বলেন, ‘আমরা তাদের পরিবার-পরিজনদের সমবেদনা জানাচ্ছি এবং বাংলাদেশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।’

রবিবার ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে বোমা হামলায় চালানো হয়। হামলা এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৯। আহত প্রায় ৫০০ জন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলার সময় কলম্বোর একটি হোটেলে থাকা শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত এবং তার বড় ছেলে আট বছর বয়সী শিশু জায়ান চৌধুরী নিহত হয়।

রিজভী বলেন, ‘শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় ইতিমধ্যে দলের পক্ষ থেকে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। এই হামলা মানবতা ও মানবজাতির বিরুদ্ধে এক ভয়ঙ্করতম অপরাধ। এই হামলা দেশ-কাল-সভ্যতার জন্য এক বড় ধরনের কলঙ্ক বলে আমরা মনে করি।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আ.লীগ: মির্জা ফখরুল

আজিজ আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে হতাশায় ভুগছে বিএনপি: ওবায়দুল কাদের

অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড় রেমাল উপদ্রুত এলাকায় আ. লীগের প্রতিনিধিদল

রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতের আমির 

ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

দেশ পৈত্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী নিজের ছায়া দেখেও ভয় পাবেন: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :