করোনার ভ্যাকসিন: জার্মান বিজ্ঞানীদের লোভ দেখিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ০৯:৫৯| আপডেট : ১৭ মার্চ ২০২০, ১০:৪৭
অ- অ+

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করা জার্মান বিজ্ঞানীদের এক বিলিয়ন ডলার দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির ‘ভেল্ট আম সনটাগ’ পত্রিকা রবিবার এই তথ্য প্রকাশ করে। অর্থের বিনিময়ে ট্রাম্প আবিষ্কৃত ভ্যাকসিনের একচেটিয়া অধিকার পেতে চেয়েছিলেন। খবর ডয়চে ভেলের।

তবে এক বিবৃতিতে ওই বিজ্ঞানীদের কোম্পানি ‘কিওরভ্যাক’ ‘কোম্পানি বা এর প্রযুক্তির সম্ভাব্য বিক্রির দাবি’ প্রত্যাখ্যান করেছে। বেসরকারি গবেষণা সংস্থা ‘কিওরভ্যাক’ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট পাউল এয়ারলিশ ইন্সটিটিউটের সঙ্গে কাজ করে।

আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরির আশা করছে কিওরভ্যাক। এরপর মানুষের ওপর পরীক্ষা করার অনুমোদন চাওয়া হবে।

জার্মানির অর্থনীতি বিষয়কমন্ত্রী পেটার আল্টমায়ার বলেছেন, ‘জার্মানি বিক্রির জন্য নয়’। সোমবার জার্মান ভাষায় দেয়া এক পডকাস্টে মন্তব্যের এই অংশটুকু ইংরেজিতেই বলেছেন তিনি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ‘জার্মানির গবেষকরা সবার সঙ্গে মিলে ওষুধ ও ভ্যাকসিন তৈরির কাজ করতে সিদ্ধহস্ত। গবেষণার ফলাফলের একচেটিয়া অধিকার আমরা অন্যদের দিতে পারিনা।’

যুক্তরাষ্ট্রের সিয়াটলের ‘কাইজার পার্মানেন্টে ওয়াশিংটন হেল্থ রিসার্চ ইন্সটিটিউট’ এ স্বেচ্ছাসেবীদের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট এই পরীক্ষায় আর্থিক সহায়তা দিচ্ছে।

মোট ৪৫ জন তরুণ ও স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর শরীরে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে। তবে সবাই ব্যবহার করতে পারবেন এমন ভ্যাকসিন পেতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

এদিকে, ইনোভিও ফার্মাসিউটিক্যালস মানুষের শরীরে তাদের আবিষ্কৃত ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রম আগামী মাসে শুরুর আশা করছে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যানসাস শহরের একটি পরীক্ষাকেন্দ্রে এই কার্যক্রম চলবে।

ঢাকা টাইমস/১৭মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা