অক্টোবর থেকে এমপিওভুক্তির আবেদন শুরু: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১
ফাইল ছবি

এমপিও নীতিমালা-২০১৮ পরিবর্তন আনা হচ্ছে। অক্টোবরের মধ্যে এটির সংশোধন কাজ শেষ করা হবে। এরপর সেই মাস থেকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যে নীতিমালা করা হয়েছিলো তার মধ্যে অনেক অসংগতি, ভুল পাওয়া গেছে। আমরা সেসব সংশোধন কাজ শুরু করেছি। করোনা পরিস্থিতির মধ্যে এ বিষয়ে একাধিক সভা হয়েছে। এ নীতিমালাকে যুপোপযোগী করার কাজ শুরু করা হয়েছে। নতুন নতুন বিষয়গুলোর পদ সৃষ্টি করা হচ্ছে। এসব শিক্ষকরা নিয়োগ পাওয়ার পর যেন এমপিও পাওয়া নিয়ে সমস্যা সৃষ্টি না হয় সেটিকে মাথায় রেখে সংশোধন কাজ করা হচ্ছে।'

তিনি বলেন, 'আগামী মাসের মধ্যে এমপিওভুক্তি নীতিমালা সংশোধন কাজ চূড়ান্ত করে প্রকাশ করা হবে। অক্টোবর থেকেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে। তবে এবছর আবেদন যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ করা শেষ করা সম্ভব না হলেও এটি দ্রুত সময়ের মধ্যে করতে আমাদের সকল কর্মকর্তাদের নিয়ে সার্বিক চেষ্টা করা হবে।'

এমপিওভুক্তির কার্যক্রম অনেক কঠিন ও জটিল, তাই এটি শেষ করতে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/টিএটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে, ভারতের কেউ জড়িত কি না তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এককভাবে মশা নিয়ন্ত্রণ করা যাবে না: স্থানীয় সরকারমন্ত্রী 

১১ দফা দাবি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের 

আর্থিক আধিপত্যের বাহন হিসেবে ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে: সিপিডি

দুদেশের সমন্বয়ে এমপি আজীম হত্যার তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী

এমপি আজীম হত্যা: অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেপ্তার 

সংসদ সদস্য আজীম হত্যা: ঢাকা আসছে ভারতীয় পুলিশের তদন্তকারী দল

সংসদ সদস্য আজীম খুন: বাবাকে নিয়ে মেয়ে ডরিনের আবেগঘন স্ট্যাটাস 

হজ পালনে সৌদি আরব গেছেন ৩৭ হাজার বাংলাদেশি

ডিসি-ইউএনওদের জন্য ২৬১টি বিলাসবহুল গাড়ি, ব্যয় ৩৮২ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :