‘ধর্ষণে’ মানসিক ভারসাম্য হারানো তরুণীর লাশ মিলল খালে

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:১২ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২০:৩৮

বরিশালের বাবুগঞ্জে ধর্ষণের শিকার হয়েছিলেন মাসুদা আক্তার (২২) নামে এক তরুনী। এ ঘটনায় বিচার না পেয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। অবশেষে ভারসাম্যহীন ওই তরুণীর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের খবরে বুধবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতুর খাল থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদা আক্তার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মালেক সরদারের মেয়ে।

মাসুদার বাবা আব্দুল মালেক সরদার বলেন, ‘প্রায় ৫-৬ বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ছেলে মাসুদাকে ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয় এবং পরবর্তীতে একটি সন্তান জন্ম দেয়। তবে ধর্ষক যুবক তরুণী ও তার সন্তানের পিতৃত্ব স্বীকার না করে পালিয়ে বিদেশে চলে যায়। এ নিয়ে আদালতে মামলা করেও কোন সুরাহা পাইনি। ফলে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে সে।’

এ প্রসঙ্গে মহানগরীর বিমানবন্দর থানার ওসি এসএম জাহিদ বিন আলম বলেন, ‘রহমতপুর সেতুর খালে মাসুদার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর আগে সে ধর্ষণ হয়েছে কিনা বা কেউ তাকে হত্যা করে লাশ খালে ফেলেছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে আপাতত এই ঘটনায় থানায় একটি অমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা কিংবা ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেন্দ্রে যাইয়েন না, হিডাহাডা খাইয়েন না: কাদের মির্জা

হিলি বন্দর দিয়ে ৬ মাস পর এলো ভারতীয় কাঁচা মরিচ

সীমান্তে বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত

সোনারগাঁয়ে তাঁত শ্রমিক হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আদম তমিজি ও তার দুই স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরিশালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, ৪ শ্রমিক গুলিবিদ্ধ

মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের 

ভাতা কার্ড বাবদ টাকা নিলে কঠোর ব্যবস্থা: দীপু মনি 

উপজেলা নির্বাচন: শৈলকুপায় বহিরাগতের ভোটের অভিযোগে ৯ কেন্দ্রের ফলাফল স্থগিতের দাবি

রাজশাহী-১ আসনের যুব সংসদ সদস্য হলেন নাফিস আতিক শাহরিয়ার

এই বিভাগের সব খবর

শিরোনাম :