কোভিড ছাড়পত্র পেয়েই অনুশীলনে কোহলিরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ১০:৩৬

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে মাঠে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা৷ সিডনি পৌঁছানোর পর হোটেলেই বিশ্রামে ছিলেন বিরাট কোহলিরা৷ এর মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড টেস্ট করা হয়৷ প্রত্যেক ক্রিকেটারের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর শনিবার থেকে প্র্যাকটিসে নেমে পড়েন বিরাটরা৷

ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই সদ্য আইপিএল খেলে অস্ট্রেলিয়া সফরে রওনা হয়েছেন৷ দলের অনেক ক্রিকেটার এদিন জিমে সময় কাটান৷ কয়েকজন মাঠে প্র্যাকটিসে নেমে পড়েন৷ সিডনি ওলিম্পিক পার্কে ওয়ার্ম-আপ করতে দেখা যায় পৃথ্বী শ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়ারা৷ জিমে কসরত করা এবং মাঠ ওয়ার্ম-আপ করার ছবি টুইটারে পোস্ট করে বিসিসিআই৷

জিমে কসরত করতে দেখা গিয়েছে স্পিনার কুলদীপ যাদব, পেসার উমেশ যাদব, অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর এবং নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ এছাড়া জিমে দেখা গিয়েছে টি নটরাজন, দীপক চাহারকে৷ তবে প্র্যাকটিস শুরু করলেও ভারতীয় দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

যুজবেন্দ্র চহালকে আবার দেখা গিয়েছে কুলদীপ যাদবের পাশে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন লেগ-স্পিনার। দেখা গিয়েছেন ক্রিকেট মাঠে কুলদীপের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন চাহাল। তিনি লিখেন, ‘ভাই কুলদীপের পাশে ফিরে এসেছি। ফিরেছি জাতীয় দলের হয়ে কর্তব্যের ডাকে’। কুলদীপ ও চহালের জুটি বিশ্বক্রিকেটে পরিচিত ‘কুল-চা’ হিসেবে।

দুই রিস্ট স্পিনার সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অত্যন্ত পরিচিত মুখ। দু’জনে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু আইপিএল জন্য সেপ্টেম্বর থেকে সেই বন্ধুত্বে বাধা পড়েছিল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন যুজবেন্দ্র চহাল। আর কুলদীপ খেলেন কলকাতা নাইট রাইডার্সের।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :