ঢাবি ছাত্রলীগ হল শাখার সম্মেলন ২৮ নভেম্বর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০:১১ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১, ২২:২১

প্রায় তিন বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হলে ছাত্রলীগের বার্ষিক হল সম্মেলন আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার ছাত্র সমাজের আশা-আকাঙ্ক্ষার স্থায়ী ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উন্নত ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মৃতিধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।

সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত, সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার সারথি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা দেশের বাইরে যাচ্ছি। দেশে ফিরলেই সম্মেলনের জন্য সব কিছু প্রস্তুত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিতে পারবে, ছাত্র সমাজের মধ্যে যারা প্রণোদনা তৈরি করতে পারবে পাশাপাশি অসাম্প্রদায়িকতা ধারণ ও প্রতিষ্ঠা করতে পারবে সেসব নেতৃত্বকে আমরা চাই। সে লক্ষ্যে আমাদের বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/আরএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবির আবাসিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যৌন নিপীড়নের অভিযোগ: সত্যতা পাওয়ায় ঢাবির অধ্যাপক জুনাইদকে সাময়িক অব্যাহতি

বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় এক নম্বর হতে হবে: উপাচার্য

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন অকুতোভয় সৈনিক’

উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :