দক্ষিণ চীনে ভয়াবহ বন্যা, ৫০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০২২, ১৩:৩৬ | প্রকাশিত : ২২ জুন ২০২২, ১২:৫০

অবিরাম বর্ষণে বন্যা আর ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ চীনের কয়েকটি প্রদেশ। সেখানের কয়েক লাখ বাসিন্দাকে দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেখানকার আরো দুটি প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কারণ সেখানকার নদীর পানি বিপৎসীমা পেড়িয়ে গেছে। এ অঞ্চলে গত ৫০ বছরে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। খবর বিবিসির।

দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৬১ সালের পর এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ নদীর তীরে এবং নিচু এলাকায় বসবাসকারী সম্প্রদায়ের বাসিন্দাদের উঁচু জমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বন্যায় চীনের গুয়াংডং প্রদেশের শাওগুয়ান শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অঞ্চলে মে মাসের শেষের দিক থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে৷ সেখানকার কর্মকর্তাদের সর্বোচ্চ স্তরের বন্যা সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রদেশর কিংইয়ুয়ান শহরের জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

সিনহুয়া নিউজ জানিয়েছে, এদিকে উত্তর-পূর্ব চীনের জিয়াংসি প্রদেশে নয়টি জেলার ৪ লাখ ৮৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কর্তৃপক্ষ বন্যা সতর্কতা জারি করেছে। এলাকাটিতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৭ কোটি ডলার। এর মধ্যে ৪৩ হাজার ৩০০ হেক্টর ফসল ধ্বংস হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং পার্ল নদীর অববাহিকায় জলের স্তর বৃদ্ধি অব্যাহত থাকবে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মে মাসের শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত গুয়াংডং, ফুজিয়ান এবং গুয়াংসি প্রদেশে গড় বৃষ্টিপাত ৬২১ মিলিমিটারে পৌঁছেছে যা ১৯৬১ সালের পর থেকে সর্বোচ্চ।

গ্রীষ্মকালীন বর্ষা মৌসুমে নিয়মিতভাবে দক্ষিণ চীনে বন্যা দেখা দেয়, তবে উদ্বেগ রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করছে দিন দিন।

(ঢাকাটাইমস/২২জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্ব নেতা 

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :