নিউ মার্কেটে আগুন: কমেছে আগুনের তীব্রতা, বাড়ছে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩২ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৩, ১০:১৮

চার ঘণ্টা বেশি সময় ধরে জ্বলছে রাজধানীর নিউ মার্কেটের আগুন। বর্তমানে আগুনের তীব্রতা কিছুটা কমলেও ধোঁয়া বাড়ছে।

ফায়ার সার্ভিস বলছে, পানি দিলে আগুন নিভছে। কিন্তু নির্বাপণ করতে গেলে আগুন আবার বেড়ে যাচ্ছে। বঙ্গবাজারেও একই ঘটনা ঘটেছিল।

এদিকে আগুনের ঘটনায় বর্তমানে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে। পাশাপাশি ঢাকা ওয়াসা, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। আগুনে নিউ মার্কেটের তিনতলা পুরোপুরি জ্বলছে। সামনের দিকে আগুনের তীব্রতা কমলেও ভবনের দক্ষিণ পাশে এখনও আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, 'বর্তমানে আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে ধোঁয়া আছে। আমাদের ফায়ার ফাইটাররা ভিতরে কাজ করছেন।'

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

ঢাকাটাইমস/১৫ এপ্রিল/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :