জাতির জনক স্মরণে

ভুলি নাই তারে

ফকির মো. গোলজার হোসেন
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ২২:২৮

ভুলি নাই তারে আজও মনে পড়ে, হৃদয়ে লেখা নাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমাদের প্রিয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শ্রদ্ধেয় নেতা, তুমি আমাদের, লও হে সালাম

.

অগণিত মানুষ খুঁজি তোমাকে, তবুও পাই না দেখা

বলো না মুজিব আমাদের ছেড়ে কোথায় আছ তুমি একা

হৃদয়ের অনল দাউদাউ জ্বলে সব হলো ছাড়খার

আড়ালে থেকো না শ্রদ্ধেয় নেতা আসো না আরেকবার

.

পাইলে তোমাকে ভুলব সবই, পুনরায় আসবে সুখ

শেষ হবে মোদের হৃদয়ের বেদনা থাকবে না মলিন মুখ

দুঃখ বেদনা বিরাজ করছে বাঙালি জাতির বুকে

আমাদের মাঝে থাকিলে তুমি আমরাও থাকতাম সুখে

.

আদরের দুলালি হাসিনা রেহানা রেখ গেছ এতিম করে

বাবা মা হারিয়ে তাদের শুধু আঁখিজল ঝড়ে

.

উপাধি তোমার জাতির জনক সুমধুর একটি নাম

স্বর্ণাক্ষরে হৃদয়ে লিখেছি শেখ মুজিবুর রহমান

শ্রদ্ধেয় নেতা বঙ্গবন্ধু সকলের নয়ন মনি

স্মরণ করিয়া বাঙালি কাঁদে ছাড়িয়া চোখের পানি

.

উদ্যোগ নিয়ে দেশ স্বাধীন করেছিলে তোমারি অবদান

ভুলব না তোমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৫ আগস্ট বাঙালি জাতির শোকের একটি দিন

পালন করব বাঙালি আমরা ভুলব না কোনোদিন

.

স্বাধীন রাষ্ট্রে বসবাস করি বাংলাদেশ যার নাম

দিয়ে গেছেন মোদের জাতির জনক শেখ মুজিবুর রহমান

তাজা ফুল দিয়ে গাঁথিয়া মালা দেব সমাধির ওপরে

বেহেশত নসিব করে যেন আল্লাহ বলব প্রার্থনা করে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :