রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৩:৩০ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৫৭

‘রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের পরে এদেশের রিজার্ভ ছিল না। সেখান থেকে বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, দেশে কিছুই ছিল না তখন। বঙ্গবন্ধু দেশকে গড়ে তুলতে কাজ শুরু করেছিলেন, তখনই তাকে হত্যা করা হয়।’

‘এখন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলে, যারা ২৯ বছর ক্ষমতা ছিল তাদের সময় রিজার্ভ ছিল কত? এখন আমাদের সময় রিজার্ভ আছে কত, সেটা দেখতে হবে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা। মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করা হচ্ছে। আমাদের এখন লক্ষ্য হলো অর্থনৈতিক ডিপ্লোম্যাসি। বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ডিপ্লোম্যাসির জন্য কাজ করছি।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নই, জনগণের সেবক। আমি সেবক হিসেবে মানুষের জন্য কাজ করছি। আমার পিতা বঙ্গবন্ধুও বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী নই, জনগণের সেবক। আমিও সেই জনগণের সেবক। আমি প্রধানমন্ত্রী হিসেবে কিছু সুযোগ-সুবিধা পাই সেটা ভিন্ন কথা। তারপরও আমি প্রধানমন্ত্রী না, জনগণের সেবক। আমি সেবক হিসেবে মানুষের জন্য কাজ করছি। আমি প্রধানমন্ত্রী হয়েও সুযোগ-সুবিধা নিয়ে অঢেল সম্পদ গড়ে তুলিনি।’

‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, আমরা সেটা করতে পেরেছি। আমাদের প্রচেষ্টায় এখন বাংলাদেশ, এক বদলে যাওয়া বাংলাদেশ’- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব এখন এক বদলে যাওয়া বাংলাদেশকে দেখে। এটাই ছিল আমাদের লক্ষ্য। মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্য। আমরা বলেছিলাম বাংলাদেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না। মানুষকে ঘর দিয়েছি ভূমি দিয়েছি। এটাই ছিল জাতির পিতার স্বপ্ন, কেউ গৃহহীন,ভূমিহীন থাকবে না।’

‘আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি, এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা’-যোগ করেন প্রধানমন্ত্রী।

‘যারা দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার করেছে, আবারও তাদের হাতেই ক্ষমতা ছিল। তাদেরকে এমপি-মন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া’- এই মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার জন্য আইন পরিবর্তন করে ইনডেমনিটি জারি করেছিল। তখন আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। এমনকি আমাদের বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। আমার বাবা-মাকে ধানমন্ডির যে বাড়িতে হত্যা করা হয় সেই বাড়িতে আমাকে যেতে দেওয়া হয়নি।’

বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেশের মানুষের জন্য কাজে লাগানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদেরকে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে। কারণ, আমরা যে টাকায় চলি, সেটা কৃষকদের পরিশ্রমের কারণেই আসে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা আমাদের জন্য পরিশ্রম করে। সুতরাং তাদের সেই পরিশ্রমকে মাথায় রাখতে হবে।’

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও GEMS সফটওয়্যার উদ্বোধন করেন সরকারপ্রধান।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :