ইরানে বন্দুকধারীদের গুলিতে ৯ পাকিস্তানি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৭

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তবতী সিস্তান-বেলুচেস্তান প্রদেশের সারাভানে এলাকায় নয়জন পাকিস্তানি শ্রমিককে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পাকিস্তানের রাষ্ট্রদূত এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের মধ্যেই এই ঘটনা ঘটল। খবর রয়টার্সের।

তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু সামাজিক প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘সারাভানে ৯ পাকিস্তানিদের ভয়াবহ হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকাহত পরিবারগুলোকে পূর্ণ সমর্থন দেবে। আমরা ইরানকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো পর্যন্ত এই হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। তবে এই ঘটনায় জড়িত তিন বন্দুকধারীর খোঁজ করছে পুলিশ।

বেলুচ অধিকার গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে, নিহত পাকিস্তানি শ্রমিকরা একটি অটো মেরামতের দোকানে কাজ করত। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর ও ঘৃণ্য ঘটনা এবং আমরা এটিকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। আমরা ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং অবিলম্বে ঘটনার তদন্ত ও জড়িতদের বিচারের ওপর জোর দিয়েছি।

প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের সোমবার পাকিস্তানে পরিকল্পিত সফরের আগে এই গুলির ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্ব নেতা 

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

এই বিভাগের সব খবর

শিরোনাম :