যারা থাকছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

ক্রীড়া ডেস্ক
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ২৩:৩৫

শুক্রবার সকালে পাহাড় ঘেরা সিলেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ইতোমধ্যে আলোচনা উঠে এসেছে কারা জায়গা পাচ্ছেন প্রথম টেস্টের একাদশে।

টি-২০ সিরিজ দিয়ে শুরু হওয়া পূর্ণাঙ্গ সিরিজে আগে থেকেই অনুপস্থিত রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনজুরিতে ছিটকে গেছেন। ফলে টাইগার দলে ভারসাম্য আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। তবে তাদের হাতে পর্যাপ্ত ব্যাকআপ থাকায় সেটি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

মুশফিকুর রহিমের পরিবর্তে প্রথমবার টেস্ট দলে এসেছেন তাওহীদ হৃদয়। তরুণ এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনাও দেখছেন সকলে।

তবে বৃহস্পতিবার (২১ মার্চ) সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক পেসারের অভিষেক হওয়ার কথা জানিয়েছেন। সে বিবেচনায় তরুণ নাহিদ রানা বা মুশফিক হাসানের যে কোনো একজনের অভিষেক হতে পারে।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সর্বশেষ টেস্ট সিরিজে এবং চলতি সিরিজের সর্বশেষ ওয়ানডেতে না থাকলেও সিলেট টেস্টে দলে ফিরেছেন মি. ক্লাসিক খ্যাত লিটন কুমার দাস। কালকের ম্যাচ দিয়ে তিনি ফের টেস্ট একাদশে ফিরছেন।

অপরদিকে স্পিন বিভাগে শক্তি বাড়িয়ে নামতে পারে শ্রীলঙ্কা। এমনই আভাষ পাওয়া গেছে। চামিকা গুনাসেকারা থাকতে পারেন কালকের একাদশে। এছাড়া বাড়তি স্পিনার খেলালে রমেশ মেন্ডিসকেও নিতে পারে। তবে টেস্ট সিরিজে সফরকারীদের তুরুপের তাস হতে পারেন বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ :

দিমুথ করুণারত্নে, নিরোশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস/চামিকা গুনাসেকারা, প্রবাথ জয়সুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো।

(ঢাকাটাইমস/২১মার্চ/পিএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :