মিরপুর টেস্ট: ৯৭ রান করে ফিরলেন মিরাজ, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১০৬ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১০:২২| আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:০১
অ- অ+

মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশর। চতুর্থ দিনে মাত্র ২৫ মিনিট খেলতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যেই টাইগাররা হারিয়েছে তাদের তিন উইকেট। দলের অন্যতম ভরসার প্রতিক মিরাজ মাত্র তিন রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। মিরাজের বিদায়ের পর ৩০৭ রানেই থেমেছে বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১০৬ রান।

গতকাল বুধবার (২২ অক্টোবর) আলো স্বল্পতায় আগেভাগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। তাই আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ১৫ মিনিট আগেই শুরু হয় খেলা। তবে চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৯ বলে ১৬ রান করে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান নাঈম হাসান। তা বিদায়ে ২৮৪ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।

নাঈমের বিদায়ের পর তাইজুলকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মিরাজ। তবে মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরে যান তাইজুল। যার ফলে ৩০৩ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

৯ উইকেট হারানোর পর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র মাত্র তিন রান দূরে ছিলেন তিনি। আর তখনই রাবাদার শিকার হয়ে ১৯১ বলে ৯৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৩০৭ রানেই অলআউট হলো বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১০৬ রান।

এর আগে বুধবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের জোড়া অর্ধশতকে লিড নেয় বাংলাদেশ। কিন্তু অভিষেক টেস্টে অর্ধশতক তুলে নিয়ে নিজের ইনিংস আর বড় করতে পারেননি জাকের। ফিরে গেছেন সাজঘরে।

জাকেরের বিদায়ের পর কিছুক্ষণ পর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। প্রায় দেড় ঘণ্টা পর আবারও শুরু হয় খেলা। তবে মাত্র ৫ ওভার খেলার পর আলো স্বল্পতায় আবারও বন্ধ রাখা হয় খেলা। তবে এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি, তাই আগেভাগেই শেষ করা হয়েছে তৃতীয় দিনের খেলা।

(ঢাকাটাইমস/ ২৪অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা