ট্রাম্পকে নিয়ে ঘোরের মধ্যে থাকা মার্কিন কার্টুনিস্টের কথা

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২২:২৭ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৬, ২২:০৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেকেই একটা ঘোরের মধ্যে আছেন এখনো। ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পর প্রায় দুই সপ্তাহ হতে চললো, অথচ অনেকেই এটা বিশ্বাস করতে চাইছেন না যে, ট্রাম্পই হোয়াইট হাউসে বসে আগামী চার বছর যুক্তরাষ্ট্র শাসন করবেন। যুক্তরাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হিসাবে গোটা বিশ্বে খবরদারি করবেন এই ট্রাম্পই। এমনই একজন হচ্ছেন-একজন কার্টুনিস্ট। জর্জিয়া অঙ্গরাজ্যের অধিবাসী এই কার্টুনিস্টের নাম জো চান্ডলার।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বিজয় প্রসঙ্গে এই কার্টৃনশিল্পীর বিশ্বাস নিয়ে ফক্স নিউজ সাক্ষাৎকারভিত্তিক একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বাস করতে পারছেন না যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটি লোক যুক্তরাষ্ট্র পরিচালনা করবেন।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কার্টুনিস্ট বলেন, ‘আমি এখনো এই বিষয়ে অজ্ঞতায় বুদ হয়ে আছি।’

‘নির্বাচনের রাতে একটি রাজনৈতিক দল থেকে রাতজেগে নির্বাচনী ফলাফল দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। ফলাফল তখন আসছিল, দেখছিলাম কেউ চিন্তায় দাতে নখ কাটছিল, কারো মধ্যে অস্থিরাত নেমে আসছিল, কেই পায়চারি করছিল, এদিক-ওদিক হাঁটছিল। বিষয়টি আমার কাছে খুবই বিরক্তিকর লাগছিল। আমার মনে হলো, এই কর্ম করার চেয়ে বরং অন্য কিছু করা ভালো হবে। ব্যস আমি ঘুমিয়ে পড়লাম ফলাফল না জেনেই।’

মার্কিন নির্বাচন পদ্ধতি নিয়েও জো চান্ডলার বিরক্তির শেষ নেই। যাই হোক পরের দিন বিকালে ফলাফল জেনে নিবেন বলে ভেবেছিলাম। কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি বেশ আরামবোধ করছিলাম। কিন্তু ফলাফল জানার তাগিদ অনুভব করিনি। এখনো করিছ না। এ ব্যাপারে আমার সিদ্ধান্ত হচ্ছে- প্রেসিডেন্ট কে হলেন এই বিষয়ে তিনি আর খোঁজখবর নেবেন না।

‘রাজনৈতিক হট্টগোল এবং ডিজিটাল মিডিয়ার মারপিট থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর আমি এক প্রকার ঘুর্ণিঝড়ের কেন্দ্র খুঁজে পেলাম। আমার অজ্ঞতার বুদবুদের মধ্যে এটি খুবই প্রশান্তিদায়ক।’

জো চান্ডলার বাড়িতে বসেই কাজ করেন। তিনি টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। তিনি কদাচিৎ বাড়ির বাইরে বের হন। বাইরে যাওয়ার সময় তিনি কানে হেডফোন ব্যবহার করেন এবং তার গলায় ঝুলানো একটি কাগজে লেখা থাকে, ‘আমি জানি না কে জয়ী হয়েছে, আর জানতেও চাই না। দয়া করে কেউ আমাকে এ ব্যাপারে কিছু বলবেন না।’

জো চান্ডলার মেয়ে অ্যামিলি ওয়েস্টারগ্রিন জানান, ট্রাম্পবিরোধী বিক্ষোভ খবরসহ অল্পবিস্তর খবর তিনি তার বাবাকে জানান, এই যা।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসআই/ এআর/ঘ.)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যানসারমুক্ত হলেন অস্ট্রেলীয় চিকিৎসক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি স্পেন, নরওয়ে-আয়ার‌ল্যান্ডের

রাফায় ইসরায়েলি বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ঘূর্ণিঝড় রেমাল: প্রবল বৃষ্টিতে মিজোরামে পাথর খনি ধসে নিহত ১৪

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২১

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তান, তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান চীনের

গাজায় প্রাণহানি ছাড়াল ৩৬ হাজার  

দ্বিতীয় গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

বিমান হামলার নিন্দার মধ্যেও যুদ্ধ চালানোর অঙ্গীকার নেতানিয়াহুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :