হবিগঞ্জের কবি ও সাহিত্যিক এম এ রব আর নেই
হবিগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম এ রব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
হবিগঞ্জ খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে সিলেট ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
আগামীকাল রবিবার সকাল ১০টায় শহরের সওদাগর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্টিত হবে। এর আগে সকাল ৯টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
কবি ও সাহিত্যিক এম এ রব এর কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ মিলিয়ে এ যাবৎ তাঁর প্রায় ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত একুশে বইমেলায় তাঁর জীবন ও কর্মের উপর মূল্যায়নধর্মী সংবর্ধনা গ্রন্থ ‘‘নগরে নিসর্গজ্যোতি’ ও কাব্যগ্রন্থ ‘নিঃশব্দ নীল’ প্রকাশিত হয়।
(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)