শেষ হলো জুনিয়র টেনিসের আন্তর্জাতিক আসর

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ২১:৫৭

আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের ২৬তম আসর শেষ হলো। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ১৩ দেশের ৯৩ খেলোয়াড়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ভারত ও চীনের চার খেলোয়াড়।

শনিবার চূড়ান্ত পর্বের এসব খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি করে বালক ও বালিকা একক এবং আরও একটি করে বালক ও বালিকা দ্বৈত বিভাগের খেলা হয়। একক খেলাগুলো হয় সকালে। আর দ্বৈত খেলাগুলো অনুষ্ঠিত হয় বিকালে। পরে সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় ট্রফি।

চূড়ান্ত পর্বে বালক এককে টুর্নামেন্টের শীর্ষ খেলোয়াড় ভারতের রিশব সারদা স্বদেশি কুশান সাহাকে ৬-২, ৬-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। আর বালিকা এককে চায়নার ওয়ানি ঝ্যাং চাইনিজ তাইপের উই নিং ফ্যাংকে ৪-১ গেমে (রিটায়ার্ড), পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালক দ্বৈত বিভাগের খেলায় ভারতের সাই কার্তিক রেড্ডি গান্তা এবং রিশব সারদা জুটি স্বদেশি জুটি কেভিন প্যাটেল ও অরিয়ান জাভিরিকে ৬-৩, ৬-৪ সেটের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা দ্বৈত খেলায় চায়নার সাইওয়েন ট্যাং এবং ওয়েনি ঝ্যাংকে স্বদেশি জুটি কিনলিন জ্যাং এবং ইয়াইমেই জাওকে ৬-১, ৬-১ সেটে পরাস্ত করে।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। এ সময় টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, ভাইস চেয়ারম্যান পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালক নুর ইসলাম তুষার, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান এসসিএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। গত রবিবার এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সংবাদমাধ্যমের দাবি: বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, গ্রেপ্তার বাংলাদেশি মালিক

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন পন্টিং

শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনল নেদারল্যান্ডস

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ যেকোনো মূল্যে জয় চায় বাংলাদেশ

আইপিএলের যে রেকর্ডে বিরাট কোহলির ধারেকাছেও কেউ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :