হেপাটাইটিস ‘সি’ আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:০৪

হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়য়া এই কার্যক্রমের উদ্ধোধন করেন।

তিনি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ১০রোগীর প্রত্যেকের হাতে প্রায় লাখ টাকার ওষুধ তুলে দেন। সি ভাইরাসে আক্রান্ত আরো পাঁচ শতাধিক রোগীকে এই ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। যার আর্থিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। তবে বিশ্ববাজারে এর আর্থিক মূল্য প্রায় শতগুণ।

বিএসএমএমইউয়ের হেপাটোলজি (লিভার) বিভাগ ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং হেপাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, ‘একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ও সরকার এবং মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এই ধরণের মহৎ কার্যক্রম গ্রহণ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন উন্নয়নের রাজনীতি করেন, তেমনই তিনি বিশ্ব মানবতার দরদী নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র তহবিলে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আরো ১০ কোটি টাকা দিয়েছেন। যা তাঁর মমতা ও মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, মুখে খাওয়ার এন্টি ভাইরাল ওষুধে সি ভাইরাসে আক্রান্ত ৯০ শতাংশেরও বেশি রোগী আরোগ্য লাভ করছেন। এটা চিকিৎসা বিজ্ঞানের জগতে এক কল্যাণধর্মী বিস্ময়কর আবিষ্কার।

ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এএ/ওআর

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :