‘ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিরোধ মিটে গেছে’

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:১৩ | প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১৮:১২

১ জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে যে মতবিরোধ ছিল তা মিটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসআই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। পরে তিনি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন নিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কোন পণ্যে কত শতাংশ ভ্যাট বসবে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে গত কয়েক দিন ধরে বলে আসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিষয়টি সুরাহা করতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিও দেওয়া হয় ব্যবসায়ীদের তরফ থেকে। এমন বাস্তবতায় আজ এই বৈঠক হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে গণমাধ্যমে আসছে, বিষয়টা সেরকম না। ফেডারেশনের সঙ্গে আমরা বসেছি, কথা বলছি, বুঝতে পারলাম মিস আন্ডারস্ট্যান্ডি কোথাও একটা হয়ে গেছে। আমরা লেখালেখি করছি, উনারাও লেখালেখি করছে। যাইহোক আমরা যেটা করেছি, সেটা হলো আমরা যেখানে যেভাবে শুরু করেছিলাম, সেভাবেই করব। উনারা আশ্বস্ত করেছেন, উনাদের কোনো আপত্তি নেই।’

মন্ত্রী বলেন, ‘উনাদের একটি কথা ছিল, আমরা চূড়ান্ত করার পর উনাদের একটা সুযোগ দেব দেখাবার জন্য। কিন্তু ভ্যাট আইনটি এমন একটি আইন, যেটি বাজেটে পাস না করা পর্যন্ত, আমরা যা করলাম এটা নিয়ে আলোচনা করা যায় না। টেকনিক্যালি ডিফিক্যাল্টির কারণে আমরা সেটা করতে পারিনি।’

এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, ‘মন্ত্রী আমাদের যে আশ্বাস দিয়েছেন, আমরা সেটার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। আমাদের কোনো অবস্থাতেই যিনি ট্যাক্স দিচ্ছেন, উনি ব্যথা পাবেন না, কিন্তু ট্যাক্স দেবেন। আমরা সিস্টেমটাই ওভাবে ডেভেলপ করছি। আমাদের আস্থার জায়গাটা, উনি বলেছেন, কোনো জায়গায় ট্যাক্স বাড়বে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমবে। সুতরাং এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু নেট (এলাকা) উনি বাড়াবেন। এটার জন্য যা যা করণীয় তা বাস্তবায়নে সহযোগিতা করবে।’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা বলেন, ‘নির্ধারিত কোনো সেক্টরে বা কোনো পণ্যে কোনো অসুবিধা হয়, সেটি ডেফিনেটলি (নিশ্চয়) উনারা বিবেচনায় নেবেন। ওটার ওপর আমরা যথেষ্ট আস্থা রেখেছি।’

(ঢাকাটাইমস/১৪মে/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ‘স্নোটেক্স’

স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইরা ইনফোটেকের মধ্যে চুক্তি 

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার পেল বিএইচবিএফসি

‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল 

বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রংপুরে শুরু হলো গ্রাহক সচেতনতা সপ্তাহ

পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনি অনুষ্ঠান

মেরামতের পর চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৩টি ডাম্প ট্রাক হস্তান্তর করেছে বিআরটিসি

ওয়ালটন নিয়ে অ্যাকশনধর্মী ধামাকা দেখালেন আমিন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :