এবার ইচানে আটকে পড়া ১৭১ জনকে আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২

উহানের পর চীনের ইচান শহরে আটকে পড়া বাংলাদেশি ১৭১ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান। তবে করোনাভাইরাস মোকাবেলায় শহরটি অবরুদ্ধ রাখায় প্রক্রিয়াটি বেশ কঠিন বলে জানান রাষ্ট্রদূত।

শনিবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানান রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান।

করোনাভাইরাস মোকাবেলায় চীনের উহান শহর থেকে ৩১২ জন বাংলাদেশিকে সম্প্রতি দেশে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, 'চীনের ইচানে ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থী আছেন। উহান সিটি থেকে ইচান যেতে বাসে চার ঘণ্টা সময় লাগে। উহান, ইচান এগুলো এখন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে। তবে আমি এতটুকু বলতে পারি, দূতাবাসের তরফ থেকে আমার চেষ্টা করছি তাদের সরিয়ে আনার জন্য কী করা যায়।’

শহরটি বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে চীনে সরকারের অনুমোদন প্রয়োজন বলেও জানান রাষ্ট্রদূত।

করোনাভাইরাস মোকাবেলায় দূতাবাসের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, 'আমরা অত্যন্ত সাফল্যজনকভাবে লোকাল কো-অর্ডিনেশন শেষ করেছি। যোগাযোগের ব্যবস্থা করেছি। ২২টি সেন্টারে লোকাল কো-অর্ডিনেটর নিয়োগ করেছি, ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।’

মাহবুব উজ-জামান বলেন, 'করোনাভাইরাস মোকাবেলায় আমরা চীন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। এটি একটি যৌথ পরামর্শমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় প্রক্রিয়া।’

বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা, কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিত করতেই দূতাবাস কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশ-মিয়ানমারের একটি অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী

প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে হবে: পাটমন্ত্রী

আনার হত্যা: ঢাকায় ডিবির সঙ্গে বৈঠকে ভারতীয় পুলিশ

প্রবাসে ও দেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

নদীখেকো-বালুখেকোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে, ভারতের কেউ জড়িত কি না তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এককভাবে মশা নিয়ন্ত্রণ করা যাবে না: স্থানীয় সরকারমন্ত্রী 

১১ দফা দাবি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের 

আর্থিক আধিপত্যের বাহন হিসেবে ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে: সিপিডি

দুদেশের সমন্বয়ে এমপি আনার হত্যার তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :