প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৬:১২ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৫:০৪

করোনায় আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। তীব্র লক্ষণ-উপসর্গ না থাকায় অনেকটা সুস্থ বোধ করছেন।

শনিবার ফসিহউল্লার একান্ত সচিব মো. হাবিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

হাবিবুর রহমান ঢাকাটাইমসকে বলেন' ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। তার প্রেক্ষিতেই ৫ আগস্ট নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে কোনো জটিলতা নেই। তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। লক্ষণ উপসর্গ তীব্র নয়।বলা যায় এখন অনেকটা সুস্থ।'

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন ফেইসবুক পোস্টে লিখেছেন, 'আমাদের প্রিয় মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা বিষয়ক সর্বশেষ তথ্যে জানা গেছে, এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৯ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪, কর্মকর্তা ৮৫, কর্মচারী ৪৮ এবং ২২ শিক্ষার্থী রয়েছেন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৪ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৬ জন। তাদের মধ্যে দুইজন কর্মকর্তা, একজন কর্মচারী ও ১৩ জন শিক্ষক মারা গেছেন। তবে এখনো কোনো শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৮আগস্ট /টিএটি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

৭২ ঘণ্টার মধ্যে কুবি খোলার দাবি শিক্ষার্থীদের

কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের তদারকি

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর হলেন লায়ন সাব্বির মোহাম্মদ

ঢাবিতে ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু

মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে জবি ছাত্রলীগ, নানা পেশায় জড়িত অধিকাংশ নেতা

টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

ভোগান্তির নাম চবির শাটল ট্রেন

চা দিবস উপলক্ষে ঢাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

‘অধিভুক্ত কলেজসমূহে ই-জার্নাল অ্যাকসেস নিশ্চিতের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের’

১২ বছর সাজাপ্রাপ্ত কুবির সেই ছাত্রলীগ নেতার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :