নানা পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২১, ১৮:৩৫
বহুরূপী প্রতারক তৌহিদ হোসেন

সবার কাছে তিনি পরিচিত পুলিশ কর্মকর্তা হিসেবে। সবাই যেন বিশ্বাস করে এজন্য পুলিশের ইউনিফর্ম পরে নিয়মিত ফেসবুকে ছবিও দেন! কখনো বন্দুক হাতে, কখনো ওয়াকিটকি হাতে ছবি তুলেছেন পুলিশ প্রমাণে! আবার পুলিশের কাছে তিনি পরিচিত দুদক কর্মচারী হিসেবে! কেউবা আবার চেনেন এনএসআই কর্মচারী হিসেবেও! কিন্তু আসলে তিনি একজন মহাপ্রতারক। মানুষের সঙ্গে প্রতারণা করতেই তার এই বহুরূপী সাজ!

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এই প্রতারকের নাম তৌহিদ হোসেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানার গাইদঘাট গ্রামের মিল্লান হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘তৌহিদ একজন প্রতারক। তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত। আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে। এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পরে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন। এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেওয়াই তার মূল কাজ। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি। '

চুয়াডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, তৌহিদ দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাকে যেন কেউ সন্দেহ না করে এজন্য কখনো ইউনিফর্ম পরে, কখনও বন্দুক হাতে,কখনও ওয়াকিটকি হাতেও ছবি তুলেছেন!

শুক্রবার দুপুরে থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানান, এক নারীকে পুলিশ হিসেবে বিশ্বাস করানোর জন্যই থানার সামনে দাঁড়িয়েছেন তিনি!

তার বিরুদ্ধে এক নারী প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন।পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

দিনদুপুরে ছিনতাই, ‘ধাক্কা পার্টি’র বাইল্যা খোকনসহ তিনজন গ্রেপ্তার

আনার হত্যার কারণ উদঘাটন করা যায়নি: ডিএমপি কমিশনার

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিলল দুই কেজি স্বর্ণ

আনার হত্যা: সেপটিক ট্যাংকে দেহাংশের মাংস প্রিজার্ভ ছিল

চায়ের বিলের ১৭ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা

সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল আনারের খণ্ডিত দেহাবশেষ!

জমি কেনায় প্রায় শত কোটি টাকা কম দেখিয়েছেন বেসিক ব্যাংক খেকো সেই শেখ আবদুল হাই

কুষ্টিয়ার চাল ব্যবসায়ী বকুল হত্যামামলার ৬ আসামি ঢাকায় গ্রেপ্তার

সেলিম প্রধানের বাসায় হামলা: অভিযুক্তদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

এই বিভাগের সব খবর

শিরোনাম :