রাজধানীতে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত ও মালামাল ক্রোকের আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

রবিবার বিকাল ৪টায় সংগঠনটির উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরীর আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, লোকমান হোসেন হাওলাদার, কবির উদ্দিন মাষ্টার, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, এমএ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির, কেন্দ্রীয় সদস্য ফজলে কাদের সোহেল, রনি আক্তার, জাহিদুল আলম মিলন, গাজী মোশাররফ হোসেন, শরিফুর রহমান রিপন, শহিদ উল্লাহ, আল ইমরান, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, যুগ্ম আহবায়ক আবুল হাসনাত শওকত, আওলাদ হোসেন তুহিন, তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, এম সায়েম উদ্দিন সিয়াম, গাজীপুর মহানগরের আহবায়ক হাসান সরোয়ার রাব্বি ও সদস্য সচিব আবুল কাশেম খান, গাজীপুর জেলার আহবায়ক সিদ্দিক হোসাইন ও সদস্য সচিব ফারুক ভূঁইয়া, নরসিংদী জেলার আহ্বায়ক হাবিবুর রহমান মিলন ও সদস্য সচিব মোশাররফ হোসেন সজল, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর, কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম জনি, ঢাকা জেলার যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইয়াসিন মোল্লা, নাছির উদ্দীন ও ফারুকসহ অসংখ্য নেতাকর্মী।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

সবার সহযোগিতায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে চান মেয়র তাপস

মতিঝিলে ভুয়া ডিবি আটক

মিরপুরে অটোরিকশা চালকদের ভাঙচুর-অগ্নিসংযোগ, ৪ মামলায় আসামি ২৭০০ 

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে মেয়র আতিকের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক 

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

এই বিভাগের সব খবর

শিরোনাম :