বড়সড় বিপদেরই ইঙ্গিত দেয় আপনার প্রস্রাবের দুর্গন্ধ! জানুন করণীয়

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২১ মে ২০২৩, ০৯:১৩

প্রস্রাব তো সবাই করেন। কিন্তু সবার প্রস্রাবে দুর্গন্ধ বের হয় না। এক্ষেত্রে প্রস্রাবের স্বাভাবিক একটা গন্ধ থাকেই। কিন্তু এর বাইরেও এক ধরনের দুর্গন্ধ কিছু মানুষকে সমস্যায় ফেলে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে।

কারণ প্রস্রাবে দুর্গন্ধ থাকা কোনো স্বাভাবিক বিষয় নয়। এর সামান্য সংক্রমণ থেকে প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই কয়েকটি অস্বাভাবিক লক্ষণ দেখলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি‌‌। এক নজরে দেখে নেয়া যাক, কখন সতর্ক না হলেই নয়।

১। মূত্রনালির যেকোনো স্থানে সংক্রমণ হলেই তাকে ডাক্তারি ভাষায় প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়ে থাকে। পুরুষদের প্রস্রাবে সাধারণত সংক্রমণ কম হয়। তবে একবার হলে তা বড়সড় বিপদের আকার ধারণ করতে পারে।

২। সংক্রমণ হলে প্রস্রাবের হার বেড়ে যায়‌। প্রস্রাবের সময় বা প্রস্রাবের পরে মূত্রনালিতে ভীষণ জ্বালাপোড়া হয়। এছাড়া প্রস্রাবের রং হালকা হলুদ বর্ণ না হয়ে লালচে বা অস্বাভাবিক হতে পারে। এমনটা দেখলে আর দেরি না করে ডাক্তারের কাছে ছুটুন।

৩। সংক্রমণের আরেকটি বড় লক্ষণ হলো প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ। এছাড়া সংক্রমণের মাত্রা বেশি হলে দুর্গন্ধের পাশাপাশি বমি এবং তলপেটে ব্যথা হতে পারে।

৪। প্রস্রাবে সংক্রমণের সমস্যাকে এড়িয়ে গেলে তা বড় আকার নিতে পারে। বিশেষজ্ঞদের কথায়, এই সংক্রমণ একবার রক্তের মধ্যে ছড়িয়ে গেলে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তখন প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কাও তৈরি হয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্রাবে দুর্গন্ধ অ্যালজাইমার্স, দেহের পানিশূন্যতা, ডায়াবেটিস, কিডনিতে পাথর, লিভারের রোগ, মেনোপজ, প্রোস্টেট সংক্রমণসহ যৌনবাহিত নানা জটিল রোগের লক্ষণ। তাই অবস্থা খারাপ দেখলেই বিশেষজ্ঞের পরামর্শ দিন।

(ঢাকাটাইমস/২১মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :