স্বামীকে হত্যা করে ৯৯৯ নম্বরে পুলিশ ডেকে স্ত্রীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ জুন ২০২৩, ১৩:১১ | প্রকাশিত : ২২ জুন ২০২৩, ১২:৪২

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় বানু বেগম নামে একজন নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান। এ অবস্থায় তিনি দ্রুত পুলিশ পাঠাতে বলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলটেকার কনস্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও এলাকার শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

হত্যার দায়ে স্বীকার করা নারী বানু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একই উপজেলার হরিপুর দেউলি এলাকার।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন, অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আনার হত্যা: সেপটিক ট্যাংকে দেহাংশের মাংস প্রিজার্ভ ছিল

চায়ের বিলের ১৭ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা

সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল আনারের খণ্ডিত দেহাবশেষ!

জমি কেনায় প্রায় শত কোটি টাকা কম দেখিয়েছেন বেসিক ব্যাংক খেকো সেই শেখ আবদুল হাই

কুষ্টিয়ার চাল ব্যবসায়ী বকুল হত্যামামলার ৬ আসামি ঢাকায় গ্রেপ্তার

সেলিম প্রধানের বাসায় হামলা: অভিযুক্তদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

১৯৯ কোটি টাকা পাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিজ প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ‘দুর্নীতি’, ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ গ্রামীণ ব্যাংকের

ঘুমে বিরক্ত করায় খুন, কৃষক বেশে আসামি ধরল পুলিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :