আবারও ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ৩৮ রানেই তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। এরপর রিজওয়ান ও সৌদ শাকিল শুরুর সেই ধাক্কা সামলে দলকে বড় স্কোরের দিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই দুই ব্যাটারের আউটের পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।

বিপর্যয়ের শুরুটা হয় সৌদ শাকিলকে দিয়ে। ৫২ বলে ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার আউটে ভাঙে রিজওয়ান-শাকিলের ১২০ রানের জুটি।

শাকিলের আ্উটের পর বিশ সময় ক্রিজে থাকতে পারেননি মোহাস্সদ রিজওয়ানও। ৬৮ বলে ৭৫ রানে করে তিনি ফিরে যান।

রিজওয়ানের আউটের পর দলীয় ১৮৮ রানে ফিরে যান ইফতিখার আহমেদও। ১১ বলে ৯ করেন তিনি।

ইফতিখারের আউটের পর শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ চেষ্টা করছেন দলের হাল ধরতে। এখন পর্যন্ত ৪৯ বলে ৪০ রানের জুটি গড়েছে এই দুই ব্যাটার। এখন দেখোর বিষয় নিজেদের জুটিকে কতোদূর নিয়ে যেতে পারেন তারা।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনবিডব্লিউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :