বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৩২ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:০০
রবিবার দুপুরে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার দুপুরে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়।

পাইলটসহ দুজন ওই বিমানে ছিলেন এবং তারা সুস্থ আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

মুরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল জলিল ঢাকা টাইমসকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গ্রামের মধ্যে হেলিপ্টারটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। এতে তেমন কেউ আহত হননি।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এসএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :