‘শাপলা চত্বর ব্যাংকপাড়া, সেখানে কোনো কর্মসূচি করলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৩, ২০:৪৪

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, রাজধানীর মতিঝিলে যারাই কর্মসূচি পালন করবে তাদেরকে আমরা আইনগতভাবে প্রতিহত করব। কারণ সেখানে আমাদের কেপিআই (কি পয়েন্ট ইন্সটেলশন) আছে। সেটা ব্যাংকপাড়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে ঢাকাটাইমসকে এসব কথা বলেন তিনি।

মহিদ উদ্দিন বলেন, 'মতিঝিল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। যাকে বলা যেতে পারে হৃৎস্পন্দন। সেই রকম একটা জায়গায় হাইকোর্টের নির্দেশনা আছে.... এমন দলকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।'

জামায়াত তো অতীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘কত সংখ্যক পুলিশ সদস্য দু'দলের কর্মসূচিতে থাকবে সেটা আমরা বলতে চাচ্ছি না। সিকিউরিটি কৌশল যদি বলে দিই তাহলে তো অপরাধীরা তাদের মতো ছক আঁকবে। তবে নিরাপত্তার ঘাটতি থাকবে না। রাজধানীবাসীকে আমরা আশ্বস্ত করছি, ওইদিন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিবো।’

প্রতিটি জায়গায় পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হবে জানিয়ে খ. ম. মহিদ উদ্দিন বলেন, 'ডিএমপির প্রতিটি বিভাগকে বলা আছে, রাজধানীর প্রবেশ পথে রোবাস্ট চেকপোস্ট করা হবে। সমাবেশে যাতে কোনো ধরণের দুষ্কৃতকারী নাশকতা করতে না পারে।'

হোটেল, বাসাবাড়িতে অভিযান চলবে কি না জানতে চাইলে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, 'আমাদের নিরাপত্তার খাতিরে অভিযান হবে।'

বিএনপি অভিযোগ করছে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছে- এমন প্রশ্নে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আমরা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করছি না। ৩৬৫ দিন পুলিশ যেভাবে আসামি গ্রেপ্তার করে এখনও এমনই করছে। সেটা যে বেড়েছে তাও না। আমরা আমাদের ক্ল্যাসিকাল পুলিশিং করছি। যেকোনো নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে।'

এদিকে ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। তাছাড়া মতিঝিল শাপলা চত্বরে জামায়াত সমাবেশ করতে চাই। তবে শুরু থেকেই পুলিশ বলছে, তাদের কোনো ধরণের অনুমতি দেওয়া হবে না। তারা কোনোভাবে একত্রিত হবার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। ডিএমপির একাধিক সূত্র বলছে, শর্ত সাপেক্ষে বড় দুই দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মাঠে থাকবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

সবার সহযোগিতায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে চান মেয়র তাপস

মতিঝিলে ভুয়া ডিবি আটক

মিরপুরে অটোরিকশা চালকদের ভাঙচুর-অগ্নিসংযোগ, ৪ মামলায় আসামি ২৭০০ 

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে মেয়র আতিকের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক 

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

এই বিভাগের সব খবর

শিরোনাম :