আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৬

নওগাঁর আত্রাইয়ে ভিটামিনপ্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।

সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, ‘এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় থেকে ১১ মাস বয়সী হাজার ৩শএবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৫শশিশুকে ভিটামিন- প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৫ হাজার ৮শ শিশুকে ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক মহল, মিডিয়াকর্মী সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :