সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্র বিষয়ক কমিশন মঙ্গলবার এ বিষয়ে সবুজ সংকেত দেয়।

এর মাধ্যমে সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তাদের যে আপত্তি ছিল, ১৯ মাস ধরে জলঘোলার পর অবশেষে তা মেনে নেওয়া হলো। এরপর তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া সম্ভব হবে।

অবশ্য সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে।

ন্যাটো কুর্দিদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না। এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক তার তীব্র নিন্দা করেছে।

এই দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বার বার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিলো।

এদিকে তুরস্কের সবুজ সংকেত মিললেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

এরআগে চলতি বছরের এপ্রিলে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়, নিরাপত্তা জোটের ৩১তম সদস্য হয় দেশটি। তবে তুরস্কের আপত্তিতে আটকে যায় সুইডেনের সদস্যপদ।

প্রসঙ্গত, নরডিক এই দুই দেশের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ভালো ভাবে নিচ্ছে না রাশিয়া। এ বিষয়ে আপত্তি জানিয়ে রাশিয়ার দাবি, এই পদক্ষেপে নরডিক অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, এটি হচ্ছে ন্যাটোর সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা। ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে সতর্কও করেছেন।

সূত্র: ডয়েচে ভেলে

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :