মিজোরামে দুর্ঘটনার কবলে মিয়ানমারের সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

ভারতের মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়ল মিয়ানমারের এক সামরিক বিমান। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। বিমানটি ভারত আশ্রয় নেওয়া মিয়ানমারের পলাতক সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় বিমানটি নামার সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি। পিছলে এগিয়ে গিয়ে রানওয়ের বাইরে পড়ে যায়।

মিজোরাম পুলিশের ডিজিপি অনিল শুক্লা জানিয়েছেন, বিমানটিতে পাইলট-সহ মোট ১৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা দলে দলে ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে। এর মধ্যে মিয়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তারই অংশ হিসেবে এই সেনাদের সরিয়ে নিয়ে যাচ্ছিল মিয়ানমার।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :