রংপুরে স্কুলছাত্রী হত্যায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১৬:৫১

রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামে আম্বিয়া খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে শফি উদ্দিন নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রীর চাচিকে কুপিয়ে আহত করার ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। আসামি শফি উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের সোলায়মান আরীর সঙ্গে পার্শ্ববর্তী কফিল উদ্দিনের ছেলে শফি উদ্দিনের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে গত ১৯৯৫ সালের ১২ জুলাই আসামি শফি উদ্দিন ছোড়া নিয়ে সোলায়মানের বাড়িতে এসে তাকে খোঁজ করতে থাকে। কিন্তু ওই সময় সোলায়মান বাড়িতে না থাকায় আসামি শফি উদ্দিনকে নিবৃত করতে সোলায়মানের স্ত্রী আসমা বেগম ও ভাতিজি আম্বিয়া খাতুন এগিয়ে আসলে আসামি তার হাতে থাকা ছোড়া দিয়ে স্কুল ছাত্রী আম্বিয়া খাতুনের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই আম্বিয়া খাতুন নিহত হয়। এ সময় আসামি শফি সোলায়মানের স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় আম্বিয়া বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত আম্বিয়া খাতুনের চাচা সোলায়মান আলী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৩ নভেম্বর আসামি শফি উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

এ মামলায় ১৫ জনের সাক্ষ্য ও জেরা শেষে আসামি শফি উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিলেন বিচারক। অন্যদিকে আসমা বেগমকে হত্যা চেষ্টার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :