ভারতে মাওবাদী হামলায় ২৬ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:২৬ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ২০:০৩

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় পুলিশের বিশেষ বাহিনী সিআরপিএফের ২৬ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার দুপুরে সুকমারের চিন্তাগুফার এলাকায় সিআরপিএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নে এ হামলার ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একটি সড়কের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সিআরপিএফের ওই জওয়ানরা। দুপুর ১টার দিকে তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এতে ২৬ জওয়ান নিহত এবং ছয়জন আহত হয়েছে। তাদেরকে রায়পুর এবং জগদলপুরের হাসপাতালে নেয়া হয়েছে।

আহত এক জওয়ান জানিয়েছেন, মাওবাদীদের তিনশ লোক আমাদের ওপর গুলি চালায়। আমরাও তাদের লক্ষ্য করে গুলি চালাই। একজনকে আমি তিন থেকে চারটি গুলি করেছি।

সুকমার অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র সুকলা জানান, সড়ক নির্মাণের কাজে ৯০ জন জওয়ান নিয়োজিত ছিলেন। দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে মাওবাদীরা গুলি চালায়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :