‘পাঙ্কু মাস্টার’ মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১২:৫৮
অ- অ+

একটি মেয়ের ভালোবাসার টানে, তাকে পড়ানোর উদ্দেশ্যে গ্রামে যান পানু মাস্টার। কিন্তু সেখানে যাওয়ার পরই তাকে নিয়ে শুরু হয় নানা জটিলতা। করোনার কারণে বিপাকে পড়ে যান তিনি। কারণ ওই গ্রামে যেই অসুস্থ হয়, তার জন্য পানু মাস্টারকে দায়ী করা হয়। তাতে হাল ছাড়েন না পানু। বরং তিনি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেন।

নিজেকে অতিমাত্রার উচ্চশিক্ষিত বলে দাবি করেন পানু মাস্টার। করোনা সম্পর্কে তিনি গ্রামের মানুষকে নানা রকম পরামর্শ দিতে থাকেন। যার কারণে গ্রামের মানুষের কাছে তিনি পাঙ্কু মাস্টার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু একসময় পাঙ্কু মাস্টারের কারসাজি ধরা পড়ে যায় গ্রামের মানুষের কাছে। সেখান থেকে শুরু হয় আরেক গল্প।

কী সেই গল্প, তা দেখতে চোখ রাখতে হবে নাগরিক টিভির পর্দায়। কারণ এটি বাস্তব জীবনের কোনো গল্প নয়, টিভির পর্দার। এমন গল্প নিয়ে ‘পাঙ্কু মাস্টার’ নামে একটি নাটক নির্মাণ করেছেন নাট্য নির্মাতা সোহাগ কাজী। যেখানে ‘পাঙ্কু মাস্টার’-এর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির।

নাটকটি প্রসঙ্গে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান বলেন, ‘আমরা ১৭ মার্চ থেকে এই নাটকটির শুটিং করেছি। গল্পটি করোনাভাইরাসের সচেতনতার ওপরে। আমরা চেয়েছি বিনোদনের মাধ্যমে এই ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে।’

‘পাঙ্কু মাস্টার’ নাটকটিতে মীর সাব্বির ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত জাহান পাপিয়া, তারেক স্বপন, বিনয়ভদ্র, শফিক খান দিলসহ অনেকে। নাটকটি নাগরিক টিভিতে দেখানো হবে ঈদের দিন থেকে প্রতিদিন ১০টা ১০ মিনিটে।

ঢাকাটাইমস/২৪মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা