দাবাকে স্কুল পর্যায়ে.ছড়াতে চান আইজিপি বেনজীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৯:২৭ | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৯:৪৬

শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর জন্য দাবা খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ চেস ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের (এসএসিসি) প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ।

সোমবার রাতে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে জুমে (ভার্চুয়াল) প্রি-বোর্ড এসএসিসি বোর্ড মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ কথা জানান বেনজীর আহমেদ।

এ সময় পুলিশপ্রধান দাবা খেলার মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে 'সাসটেইনেবল পার্টনারশিপ' গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান।

সভায় এসএসিসির চিফ এক্সিকিউটিভ অরুণ মুথুসামি (Arun Muthusamy,), ফিদে প্রেসিডেন্টস এডভাইজার ও এসএসিসি অবজারভার বেরিক বালগাবায়েব (Berik Balgabayeb), যুক্তরাজ্যের দাবা কনসালট্যান্ট শ্যারন হোয়াটলি (Mrs. Sharon Whatley), স্পেনের দাবা কনসালট্যান্ট লুইস ব্লাস্কো দ্য ক্রুজ (Luis Blasco De La Cruz) অংশ নেন।

সভায় যুক্তরাজ্য ও স্পেনের দাবা কনসালট্যান্টরা জিব্রাল্টার ও স্পেনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দাবাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। দাবার মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর কথাও তারা উল্লেখ করেন।

দাবার উন্নয়নের ক্ষেত্রে কনসালট্যান্টদের অভিজ্ঞতা একটি নতুন দ্বার উন্মোচনের সুযোগ ঘটাবে উল্লেখ করে এসএসিসি প্রেসিডেন্ট বেনজীর আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শিশু-কিশোরদের জন্য স্কুল পর্যায়ে দাবাকে জনপ্রিয় করে তুলতে চাই।’

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও রেস্টুরেন্ট, ক্যাফে, মাঠে-ময়দানে দাবাকে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রেও উদ্যোগ নেয়া হবে বলে জানান ডঃ. বেনজীর আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/৭জুলাই/এসএস/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা 

আইএমএফের জ্বালানি বিষয়ক পরামর্শের সঙ্গে একমত নয় ক্যাব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যের: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডও উদ্বিগ্ন: প্রধানমন্ত্রী

থাইল্যান্ড সফর সফল ও ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী 

থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী 

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দেশে আসছে দুপুরে

চট্টগ্রাম ও নোয়াখালীতে ঝড়ের আভাস

থাইল্যান্ড সফর: আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :