ডিগ্রির পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪

প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হচ্ছে।

সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের ছেলেমেয়েরাই সোনার মানুষ।’

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলি হলে সরকারপ্রধানের হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত দেশ গঠনে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য। আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, তারা সুযোগ পেলেই অসাধ্য সাধন করতে পারে।’

‘যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ও করছে।’

শিক্ষাব্যবস্থাকে বহুমুখীকরণ করা হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘জেলায় জেলায় মেডিকেল কলেজের পাশাপাশি উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া হচ্ছে।’

‘একটা সময় আমি দেখতে পাই, আমাদের শিক্ষার্থীদের বেশ অনীহা ছিল বিজ্ঞান বিষয়ের ওপর। সেজন্য আমি ১১টি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি।’

শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের আরও উন্নত হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :