বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:১৮ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:১৩

বগুড়ার শাজাহানপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিষ্টি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আলপনা (৬) নামে আরও এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মিষ্টি বড়পাথার গ্রামের রং মিস্ত্রি আমিনুর ইসলামে মেয়ে ও স্থানীয় এক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরে মিষ্টি, আনপোনা ও ইশা নামে তিন শিশু গোসল নামে। এ সময় মিষ্টি ও আলপনা পুকুরের পানিতে ডুবে যায়। তখন ইশা পুকুর থেকে ওপরে ওঠে চিৎকার করলে আলপনাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এর প্রায় ১৫ মিনিট পর মিষ্টির লাশ উদ্ধার করা হয়।

চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু জানান, বাড়ির পাশের পুকুরে তিন শিশু গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে গেলে একজনকে জীবিত উদ্ধার ও মিষ্টি নামে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :