বন্যার পূর্বাভাস, ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত ধান কাটতে সাড়ে ৪শ কম্বাইন্ড হার্ভেস্টারের ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:০১ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৪৯

আগাম বন্যার পূর্বাভাস থাকায় বোরো ফসল ঘরে তুলতে ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছে প্রায় সাড়ে ৪শ কম্বাইন্ড হার্ভেস্টার। চলতি রবি মওসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোরোর আবাদ হয় প্রায় ১ লাখ ১১ হাজার ৪০৫ হেক্টর জমিতে। এর মধ্যে ৩২ হাজার হেক্টর জমি রয়েছে হাওরাঞ্চলে। জেলায় এবার ৪১ হাজার ৫ হেক্টর জমিতে আবাদ হয় ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান। জেলার অবশিষ্ট জমিতে আবাদ হয় ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, ব্রি ধান ৯৬ ও বঙ্গবন্ধু – ১০০ সহ অন্যান্য উচ্চ ফলনশীল জাতের। জেলার ৯টি উপজেলায় এখন চলছে বোরো ধান ঘরে তোলার কাজ। ইতোমধ্যে হাওর এলাকার ৭০ ভাগ বোরো ধানসহ জেলার মোট ২৯ ভাগ জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে।

ব্রাক্ষণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানান আকস্মিক বন্যার আশংকা থাকায় উৎপাদিত বোরো ধান ৮০ ভাগ পাকার সাথে সাথেই কৃষকদের তা কর্তনের পরামর্শ দেয়া হয়েছে। এ লক্ষে কৃষি বিভাগ থেকে ভর্তুকি মূল্যে সরবরাহ করা সাড়ে ৪ শতাধিক কম্বাইন্ড হার্ভেস্টার ধান দ্রুত কর্তনের জন্য কাজ করছে। এতে স্বল্প সময়ের মধ্যেই কৃষক উৎপাদিত ধান ঘরে তুলতে পারছে। কৃষকরা জানিয়েছেন এবার ব্রি ধান ২৮ ব্লাস্ট রোগে আক্রান্ত হলেও অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। ফলে ব্লাস্টের প্রভাবে ৪৫ হেক্টর জমির ব্রি ২৮ জাতের ধান ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রার চেয়ে এবার ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ বেশি হওয়ায় সার্বিক উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :