দুই সিটিতেই নৌকার জয়: খুলনায় আবার খালেক, বরিশালে খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২৩, ২৩:৫৮

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে ৯৪ হাজার ৭৬১ ভোটের ব্যবধানে খালেক এবং বরিশালে নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে ৫৩ হাজার ৪০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

সোমবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত খুলনা ও বরিশাল মহানগরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বরিশালে হাতপাখা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ওপর হামলা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারের স্বতস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। আর নির্বাচন কমিশনও ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছে।

তবে নৌকা সমর্থকদের হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করীম আহত হওয়ার ঘটনায় সেখানে উত্তাপ বিরাজ করে। হামলার খবর ছড়িয়ে পড়লে লাঠি-সোঁটা হাতে বরিশাল নগরে প্রবেশ করেন দলটির কর্মীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ ঘটনার রেশ ধরে ভোটগ্রহণ শেষে গণনা চলার মধ্যেই বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২১ জুন হতে যাওয়া সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনও বয়কট করেছে ধর্মভিত্তিক দলটি। সোমবার সন্ধ্যায় বরিশাল শহরের চাঁদমারি এলাকায় দলের বরিশাল সিটি নির্বাচনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ফল প্রত্যাখানের ঘোষণা দেন।

একই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে বরিশাল আওয়ামী লীগও। তারা লাঠি-সোঁটা হাতে ভোটের নগরীতে প্রবেশের বিষয়ে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগ আনেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনায় নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ৯৪ হাজার ৪৬১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে খুলনার নগর পিতা নির্বাচিত হলেন তালুদকার আব্দুল খালেক। তিনি এর আগের মেয়াদেও খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। জনতার রায়ে ফের তার হাতেই রইল খুলনা সিটি করপোরেশন। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। ২০১৩ সালে পরাজিত হন বিএনপির প্রার্থীর কাছে। ২০১৮ সালে নৌকার মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

এবারের খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ছাড়াও জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ঘোষিত ফলাফল বলছে, বরিশালে নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরানিয়াবাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। ৫৩ হাজার ৪০৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বরিশাল মহানগরীর নগর পিতা নির্বাচিত হলেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

বরিশালে ভোট গণনা শেষে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম থেকে বরিশাল সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। এই নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) এবং মো. আসাদুজ্জামান (হাতি)।

(ঢাকাটাইমস/১২জুন/আরকেএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :