ইসকনের সংবাদ সম্মেলন

বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২৩, ১৫:৩৪

চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামের লক্ষ্মী জনার্দন সরোবরের জায়গা দখলচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে।

রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ এনেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

তিনি বলেন, ‘পুণ্ডরীক ধামের লক্ষ্মী জনার্দন বিগ্রহের সম্পত্তি বিএস খতিয়ান তাদের নামে আছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। পরে তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে নিয়ে তারা জোরপূর্বক মন্দিরের এ জায়গা দখলের চেষ্টা করছেন।’

মন্দির কর্তৃপক্ষকে হত্যার হুমকি দেয়ার অভিযোগও এনেছেন ইসকনের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘মীর নাছির দলবল নিয়ে মন্দিরের রাস্তায় দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ কাজে মন্দির কর্তৃপক্ষ বাধা দিলে বিএনপির এই নেতার পক্ষ থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করা হয়।’

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘পুণ্ডরীক ধামের মানুষের সঙ্গে স্থানীয় মুসলিমদের মানুষের সুসম্পর্ক আছে। কিন্তু বিএনপির এই নেতা ও তার ছেলে মন্দিরের জায়গা দখল করতে এলাকায় অরাজকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন। একই সঙ্গে মন্দিরের সাধু-সন্ন্যাসীদের হত্যার হুমকিও দিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে ইসকন সাত দফা দাবি তুলে ধরে পুণ্ডরীক ধামের জায়গা দখলের চেষ্টা ও ষড়যন্ত্র বন্ধ না হলে সারাদেশের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় ইসকন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পবিত্র এ ভূমি শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধির জন্মস্থান। বিগ্রহের তদানীন্তন সেবায়েত ছিলেন হর কুমার স্মৃতিতীর্থ। তার নামে আর এস খতিয়ানে লক্ষ্মী জনার্দন বিগ্রহের পক্ষে সেবায়েত হিসাবে লিপি করা আছে (যা চিরস্থায়ী দেবোত্তর সম্পত্তি হিসেবে উল্লেখ আছে)। এই বিগ্রহ অ্যাস্টেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুণ্ডরীক ধাম নামে পরিচিত।’

‘হর কুমার স্মৃতিতীর্থ আমৃত্যু উক্ত বিগ্রহের সেবায়েতের দায়িত্ব পালন করেন। এই স্থানটি ঐতিহাসিকভাবে ভগবান শ্রী চৈতন্যদেবের প্রধান পার্ষদদের অপ্রাকৃত লীলাভূমি।’

এক প্রশ্নের উত্তরে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেন, ‘মীর নাছির ও তার ছেলে মীর হেলাল মিথ্যা দলিল বানিয়ে মন্দিরের জমি দখল করতে চাইছেন। লক্ষ্মী জনার্দন বিগ্রহের সম্পত্তি দেবোত্তর সম্পত্তি, যা কখনো হস্তান্তর যোগ্য নয়।’

‘আর এস খতিয়ানেও এ সম্পত্তি লক্ষ্মী জনার্দন বিগ্রহের নামে উল্লেখ আছে। বিএস খতিয়ানে তার ধারাবাহিকতা না থাকার সুযোগে মীর নাছির নিজেদের নামে জাল দলিল তৈরি করে এ সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএম/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রাজশাহী-১ আসনের যুব সংসদ সদস্য হলেন মো. নাফিস আতিক শাহরিয়ার

চা শিল্পের বিদ্যমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাগান মালিকরা

কোটি টাকার সেতু আছে, রাস্তাও আছে, নেই শুধু চলাচলের উপায়

ফুটবলার থেকে সংসদ সদস্য, সোনা চোরাচালানেও জড়ান আজীম?

প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার রয়েছে: প্রধান বিচারপতি

ভূঞাপুর উপজেলা নির্বাচনে হেরে ভোট কারচুপির অভিযোগ করলেন বহিষ্কৃত বিএনপি নেতা

কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শারীরিক প্রতিবন্ধী মরিয়মের

কুমিল্লায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :