না ফেরার দেশে পাড়ি জমালেন হিথ স্ট্রিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪২ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫

এইতো কয়েকদিন আগেই বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুইয়ান সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিকের মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিলো। এবার আর গুঞ্জন নয়, সত্যিই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। হিথ স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক। ছেলের মৃত্যু নিয়ে পোস্ট করেছেন স্ট্রিকের বাবাও।

হিথ স্ট্রিকের মৃত্যুর বিষয়ে সামাজিক মাধ্যমে নাদিনে লিখেছেন, ‘৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার, আজ ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং সন্তানদের বাবাকে ফেরেশতারা সঙ্গে নিয়ে গেছেন। যেখানে তিনি তাঁর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেষটা কাটাতে চেয়েছিলেন। তবে তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তি নিয়ে গেছেন। আমাদের আত্মা স্ট্রিকের সঙ্গে অনন্তকালের জন্য মিশে আছে। যতক্ষণ না তোমাকে আবার আমি পাই।’

১৯৯৩ সালে জিম্বাবুয়ের জার্সিগায়ে অভিষেক হয় হিথ স্ট্রিকের। দলটির নেতৃত্বে ছিলেন ২০০০-২০০৪ পর্যন্ত। ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৬৫টি টেস্ট ম্যাচে ২৩৯টি ও ১৮৯টি ওয়ানডে ম্যাচে ২১২ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ ও ওয়ানডে ২৯৪৩ রান। করেন।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :