কাপ্তাইয়ে পাচারকালে ৭ লাখ টাকার কাঠ জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭

রাঙামাটির কাপ্তাই লেক থেকে নদীপথে নৌকাযোগে পাচারকালে ৭ লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার ১০ আর-ই ব্যাটালিয়ন ও দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, একটি পাচারকারী সংঘবদ্ধ চক্র জীবতলী চেয়ারম্যান পাড়া থেকে নৌকাযোগ কাঠ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে কাঠগুলো জব্দ করেছে। তবে পাচারকারীরা নৌকায় কাঠ রেখে পালিয়ে গেছে। এ সময় সহকারী বনসংরক্ষক মাসুম আলমসহ সেনা ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। জব্দকৃত কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। বন আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :