বগুড়াতে করোনায়-উপসর্গে ১৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ১৪:১৮

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ১৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ১১৭ জন। শুক্রবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

অন্যদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় অনলাইন ব্রিফিংয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক জানান, জেলায় আরও ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। যার ফলাফলে ১৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। এদের মধ্যে সদরের ১২৭, সারিয়াকান্দি আট, সোনাতলা দুই, শিবগঞ্জ পাঁচ, দুপচাঁচিয়ায় পাঁচ, কাহালুতে দুই নন্দীগ্রামে তিন, শেরপুরে নয়, ধুনটে চার, গাবতলীতে ছয়, শাজাহানপুরে আট এবং আদমদীঘি একজন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১১৭ জন।

সাজ্জাদ-উল-হক জানান, এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন। মারা গেছেন ৪৯৪ জন। চিকিৎসাধীন রয়েছে দুই হাজার ৬২ জন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হিলি বন্দর দিয়ে ৬ মাস পর এলো ভারতীয় কাঁচা মরিচ

সীমান্তে বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত

সোনারগাঁয়ে তাঁত শ্রমিক হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আদম তমিজি ও তার দুই স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরিশালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, ৪ শ্রমিক গুলিবিদ্ধ

মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের 

ভাতা কার্ড বাবদ টাকা নিলে কঠোর ব্যবস্থা: দীপু মনি 

উপজেলা নির্বাচন: শৈলকুপায় বহিরাগতের ভোটের অভিযোগে ৯ কেন্দ্রের ফলাফল স্থগিতের দাবি

রাজশাহী-১ আসনের যুব সংসদ সদস্য হলেন নাফিস আতিক শাহরিয়ার

চা শিল্পের বিদ্যমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাগান মালিকরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :