গুজরাটে দাঙ্গার ঘটনায় মোদিকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২২, ১৫:৪৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুজরাটে সাম্প্রদায়িক মামলা থেকে অব্যাহতি দিয়েছিল দেশটির বিশেষ তদন্ত দল (সিট)। সেসময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন দাঙ্গায় নিহত কংগ্রেসের এক এমপির স্ত্রী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চ মামলার আবেদন খারিজ করে দেন।

নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে ভয়াবহ সাম্পদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। ওই দাঙ্গায় হাজারের বেশি মানুষ নিহত হয়। অভিযোগ রয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে মোদি প্রশাসন নিরব ছিল।

মোদি প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ থাকলেও ৬৪ জনকে অব্যাহতি দিয়েছিল সিট।

২০১৭ সালের অক্টোবরে বিশেষ তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন গুজরাট হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে ‘স্পেশাল লিভ পিটিশন’ দায়ের করেছিলেন এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।

সেই মামলা বন্ধের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন ম্যাজিস্ট্রেট। শুক্রবার সেই সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

বিচারকরা বলেন, ‘২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সিটের জমা দেওয়া চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সিদ্ধান্ত বহাল রাখছি আমরা ও মামলাকারীর (জাকিয়া) আরজি খারিজ করছি।

মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছিলেন, সিটের তদন্তে ঘাটতি ছিল। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়নি। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়নি।

শুক্রবারের রায়ে আদালত এ বিষয়ে বলেন, জাকিয়ার পিটিশনের ভিত্তি নেই এবং সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার যোগ্য।

(ঢাকাটাইমস/২৪জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৯

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, ১৬০০ শিক্ষার্থী গ্রেপ্তার

চীনে মহাসড়ক ধসে নিহত বেড়ে ৩৬

সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদি

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো শুরু করেছে যুক্তরাজ্য

ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, ‘ভয়াবহ’ সহিংসতা

রুশ ক্ষেপণাস্ত্রে ধ্বংস হলো ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’

৬ অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল

রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :