হাজারীবাগে বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২৩, ২১:৩০

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাকিবুল হোসেন রাফি (২১)। তিনি বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে হাজারীবাগ থানার বাড্ডানগর লেনের বাসা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ হোসেন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় তিনি ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এসআই হানিফ আরও জানান, নিহত রাফি পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. ইসহাক। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মতিঝিলে ভুয়া ডিবি আটক

মিরপুরে অটোরিকশা চালকদের ভাঙচুর-অগ্নিসংযোগ, ৪ মামলায় আসামি ২৭০০ 

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে মেয়র আতিকের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক 

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

চার বছরের ‘উন্নয়ন চিত্র’ তুলে ধরে মেয়র তাপসের সংবাদ সম্মেলন

এই বিভাগের সব খবর

শিরোনাম :