এক ঘণ্টায় মিরপুরে তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩:৪৮ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৩, ২২:০৬

পঞ্চম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আজ রাতে তিনটি বাসে আগুন দেওয়া হলো।

রাত সোয়া নয়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ।

এর আগে রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বর এলাকার নবাবের বাগ উত্তরপাড়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ফের বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে মঙ্গলবার রাতে এক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হলো। গত ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতার মধ্যে দেড় শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন>মিরপুরে মানারাত ইউনিভার্সিটির দুই বাসে আগুন

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :