বইমেলায় এসেছে সাহিল রহমানের উপন্যাস ‘ঐন্দ্রজালিক’

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫

এবারের বই মেলায় প্রকাশ হয়েছে সাহিল রহমানের লেখা দ্বিতীয় থ্রিলার ঘরানার উপন্যাস ‘ঐন্দ্রজালিক’। বইমেলার শুরুতেই উপন্যাসটি প্রকাশ করে বাতিঘর প্রকাশনী। প্রকাশ হওয়ার পর থেকেই বইটি গ্রহণ করছে মেলায় আগত বইপ্রেমিকরা। গল্পে নানা সাসপেন্সের আভাস থাকায় এরইমধ্যে উপন্যাসটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বইটির ব্যাপারে কথা হলে উপন্যাসিক সাহিল রহমান জানান, ‘ঐন্দ্রজালিকের অভিধানিক অর্থ যদি বলি, সেটা হচ্ছে জাদুকর। তবে জাদুর কোনো ঘটনা নেই এখানে। কিন্তু গল্পটার শুরু আধ্যাত্মিক একটি চরিত্র দিয়ে। এই চরিত্রের জন্যই এই নামকরণ।’

লেখক আরও বলেন, ‘অনেকগুলো ভিন্ন ঘটনা নিয়ে লিখেছি উপন্যাসটি। তাই নির্দিষ্ট করে কোনো ক্যাটাগরিতে একে ফেলা যাবে না। তবে একে চাইলে মনস্তাত্বিক থ্রিলার বলতে পারেন পাঠকে। মানুষের মন সবচেয়ে বেশি রহস্যময়। প্রতিটি মনের মধ্যে রহস্য লুকায়িত থাকে। আমার উপন্যাসটিতেও এমন রহস্যময় চরিত্র রয়েছে।’

‘ঐন্দ্রজালিক’ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ৪৫৫ ও ৪৫৬ নম্বর স্টলে। এর আগে সাহিল রহমানের ছায়া, সুহাসিনী, ধূলিকণা নামে আরও কিছু বই প্রকাশ হয়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :