বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, থানা ঘেরাও

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

বরিশালে নাস্তা খাওয়ার বিল পরিশোধ করা নিয়ে এক ক্রেতাকে মারধর করার অভিযোগ উঠেছে দোকানির বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টায় নগরের লঞ্চঘাট এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।

এতে ক্রেতা সৌরভ আলী আহত হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ঘটনার পরপরই কোতায়ালি মডেল থানা ঘেরাও করেছে জনতা।

এঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এস আই) সিহাব ও সেলিম সরদার আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সৌরভ আলী নামের এক ক্রেতা সকালে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাস্তা করে বিল দিতে গেলে ১০ টাকা নিয়ে তর্ক শুরু হয়। এ ঘটনার এক পর্যায়ে সৌরভের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে তারা। এ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনায় আহত মো. হেলাল বলেন, আমরা প্রতিবাদ করতে গেলে পুলিশ আমাদের উল্টো মারধর করে। পুলিশের লাঠির আঘাতে আমার মাথা ফেটে গেছে। আমরা এর বিচার চাই।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :