টেকনাফের নাফনদীতে বড়শিতে ধরা পড়ল ১৪ কেজির কোরাল

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২৩, ১০:২৯

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রবিবার বিকালে হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নদীতে জেলে ইলিয়াস হোসাইনের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে ১৪ হাজার ৭০০ টাকায় কিনে নেন আলী আহমদ নামে এক ব্যবসায়ী।

ইলিয়াস হোসাইন জানান, দুপুরে হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে প্রতিদিনের মতো বড়শি নিয়ে মাছ শিকারে যান। একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। বিকালে মাছটি বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। সন্ধ্যার আগে মাছটি হ্নীলা বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমদ ১৪ হাজার ৭০০ টাকায় কিনে নেন।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। গত ছয় মাসে বেশ কয়েকটি বড় কোরাল নাফনদীতে পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০১মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :