১৪ দিন লড়াই করে না ফেরার দেশে ছোট্ট ইকরামনি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৪:০৬

খেলতে গিয়ে ধান সিদ্ধ করার চুলার ছাইয়ে পড়ে আগুনে দগ্ধ হয়েছিল নেত্রকোনার ছোট্ট ইকরামনি। ১৪ দিন বেঁচে থাকার লড়াই করে না ফেরার দেশে চলে গেছে চার বছরের এ শিশু।

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকরামনি জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া পশ্চিম পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

জানা গেছে, গত ২০ এপ্রিল বাড়ির সামনে খেলা করতে গিয়ে ধান সিদ্ধ করার চুলার ছাইয়ে পড়ে আগুনে দগ্ধ হয় শিশুটি। পরে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২ মে) বিকালে তাকে পরিবার বাড়িতে নিয়ে যায় পরিবার। এর দুদিন পর তার মৃত্যু হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইকরামনির বাবা বাবুল মিয়া বলেন, আমার মেয়েটার সুস্থতার জন্য যারা রক্ত দিয়ে, অর্থ দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার কাছে দোয়া প্রত্যাশী, আমার মেয়েটাকে মহান আল্লাহ যেন বেহেশত নসিব করেন।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :