প্রতীক পেয়ে হিরো আলম বললেন, ‘এবার আমার লোকজন বেশি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:১৬ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:১৪

বগুড়া দুই আসনের উপনির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে। তিনি পেয়েছেন ‘একতারা’ প্রতীক। যদিও তার প্রথম পছন্দ ছিল ‘সিংহ’ প্রতীক। তবে ‘একতারা’ পেয়েও খুশি হিরো আলম। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বললেন, এবার তার লোকজন বেশি। এবার তিনি জিতবেন।’

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন হিরো আলম। সে বার তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছিল। মারধরের শিকার হয়েছিলেন তিনি। এবার সে রকম কোনো ঘটনা ঘটলে কী করবেন? হিরো আলম হুঁশিয়ারি দেন, ‘এবার আমার উপর হামলা হলে আমিও পাল্টা হামলা করব।’

এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ দুই আসনের উপনির্বাচনে ‘একতারা’ প্রতীক নিয়ে লড়বেন হিরো আলম। বুধবার দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম হিরো আলমের হাতে তার বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম বলেন, ‘আ‌মি সিংহ প্রতীক নি‌য়ে নির্বাচন কর‌তে চে‌য়ে‌ছিলাম। কিন্তু প্রতীক‌টি অন‌্য একটি রাজ‌নৈ‌তিক দলের নিবন্ধনে থাকায় আমি পাইনি। এতে আফ‌সোস নেই। বিকল্প প্রতীক হিসেবে আমি ‘একতারা’ চয়েস করেছিলাম। সেটিই পেয়েছি।’

হিরো আলম আরও বলেন, ‘গতবারের মতো এবারও অনেক যুদ্ধ করে আমাকে প্রার্থিতা পেতে হয়েছে। নির্বাচন সুষ্ঠ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। সাধারণ মানুষ তাদের সেবা করার জন্য আমাকেই সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত। আগামীকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব। সোশ্যাল মিডিয়ায় এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব।’

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনে প্রার্থী হয়েছেন হিরো আলম। দুটি আসনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

যদিও দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল দেখিয়েছিল তারা। আইনি লড়াইয়ে মঙ্গলবার প্রার্থিতা ফিরে পান হিরো আলম। ২০১৮ সালের নির্বাচনেও হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফেরত আনতে হয়েছিল তাকে। যদিও নির্বাচনে জিততে পারেননি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :